ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে মৃদু ঝিমুনি অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। এ তথ্য দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। গতকাল শনিবার এ তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে।
বেনজামিনের কার্যালয় জানিয়েছে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন, এরপরই তার এমন পরিস্থিতি হয়েছে। শনিবার এ নিয়ে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেবা মেডিকেল সেন্টারে কিছুক্ষণ আগে পৌঁছেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তার শারীরিক অবস্থা ভালো এবং মেডিকেল পরীক্ষার আওতায় আছেন। তার কার্যালয় এবং হাসপাতাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার নেতানিয়াহু ইসরাইলের উত্তরাঞ্চলীয় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গালিলি সমুদ্র ভ্রমণে যান।
প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সমুদ্র ভ্রমণে যান নেতানিয়াহু, বর্তমানে দেশটি গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মধ্যে রয়েছে।
বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার নেতানিয়াহু মৃদু ঝিমুনি অনুভব করেন এবং তার চিকিৎসক তাকে শেবা মেডিকেল সেন্টারে যাওয়ার কথা বলেন। তেল আবিবের কাছেই এ হাসপাতাল।
বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় স্বাভাবিক ফলাফল এসেছে এবং অস্বাভাবিক কিছু আসেনি।
সংবাদ সূত্রঃ আল জাজিরা