ইসরাইলের তেল আবিব শহরে গাড়ি হামলা

ইসরাইলের তেল আবিব শহরে গাড়ি হামলা
তেল আবিব শহরের পিনখাস রোজেন স্টিটে এ হামলার ঘটনা ঘটে - সংগৃহীত ছবি

আজ মঙ্গলবার ইসরাইলের তেল আবিবে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। শহরের পিনখাস রোজেন স্টিটে এ হামলায় আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবার চিকিৎসকরা জানিয়েছে। গ্রাফিক্স ফুটেজে ঘটনাস্থলের মেঝেতে পড়ে থাকা বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি গুলি করে হত্যা করেছে। দেশটির পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে উল্লেখ করেছে।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর বড় আকারের সামরিক অভিযানের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। জেনিনে ইসরাইলের অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আহতের সংখ্যা ৫০-এরও বেশি।

সংবাদ সূত্রঃ আল জাজিরা