সুইডেনের রাজধানী স্টকহোমে একটি মসজিদের বাইরে উগ্র কট্টরপন্থী সমর্থকদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব। সোমবার (০৩ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ঈদুল আজহার নামাজের পর পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে বুধবার বিবৃতি দেয় সৌদি। সে সময় দেশটি জানায়, সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, সহিষ্ণুতা, সংযম ও চরমপন্থা প্রত্যাখ্যানের মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং জনগণ ও দেশের প্রয়োজনীয় পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ন করার আন্তর্জাতিক প্রচেষ্টার সরাসরি বিরোধী সব কাজ বন্ধ করতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে সালওয়ান মোমিকা নামে এক ইরাকি নাগরিক স্টকহোমে পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেওয়ার পর ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি মুসলিম দেশ সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করে। পরে এ ঘটনাকে ‘ইসলামোফোবিক’ বা মুসলিম-বিরোধী কাজ বলে অভিহিত করে সুইডিশ সরকার।
সংবাদ সূত্রঃ আল আরাবিয়া