হিমাচলে প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ছয়, ভোগান্তিতে বহু পর্যটক

হিমাচলে প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ছয়, ভোগান্তিতে বহু পর্যটক
মান্ডি এবং কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে - সংগৃহীত ছবি

প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের মান্ডি জেলার বাগিপুল এলাকায় আকস্মিক বন্যা আঘাত হেনেছে। এতে করে বাগিপুল এলাকায় ভূমি ধস দেখা দিয়েছে।

বিপর্যস্ত হিমাচল প্রদেশে ভারী বর্ষণ, ভূমি ধস এবং বন্যার জেরে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। আজ সোমবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা এ কথা জানিয়েছেন।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে এ পর্যন্ত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা ।

বৃষ্টি ও বন্যার কারণে হিমাচলের বিভিন্ন এলাকায় ধস দেখা দিয়েছে। ফলে রবিবার সন্ধ্যা থেকে মান্ডি এবং কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে করে চরম ভোগান্তির মুখে পড়েন পর্যটকরা। কমপক্ষে ১৫ কিমি রাস্তা জুড়ে যানজটের মধ্যেই আটকে পড়েছেন প্রায় ২০০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক। আশপাশে কোনও হোটেল খালি না থাকায় দুর্ভোগে পড়েন তাঁরা।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, সোমবারেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি হিমাচলের। সূত্রে খবর, জাতীয় সড়কে যান চলাচল শুরু করতে প্রায় সাত-আট ঘণ্টা সময় লাগতে পারে।

ভূমি ধসের জেরে ওই এলাকায় কমপক্ষে ৫০০টি গাড়ি আটকে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, আগামী দুইদিন হিমাচলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংবাদ সূত্রঃ পিটিআই, আনন্দবাজার পত্রিকা