সম্প্রতি দায়িত্বরত অবস্থায় এক তরুণীকে ধর্ষণের দায়ে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্তের ঘটনায় দায়িত্বরত অবস্থায় দৈহিক মিলন থেকে পুলিশকে দূরে রাখতে আইন করার দাবি জানয়েছেন নিউইয়র্ক সিটির এক কাউন্সিল সদস্য।
জানা যায়, নিউইয়র্ক পুলিশের দুই গোয়েন্দা কর্মকর্তা এক তরুণীকে হাতকড়া পড়িয়ে চিপটেল পার্কিং এলাকায় ভ্যানে নিয়ে ধর্ষণ করেন।
সেই অভিযোগে তাদের বরখাস্তও করা হয়েছে। এই ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করতে ট্রেইজার আইনের খসড়া তৈরি করে বলেন, হাতকড়া পড়া অবস্থায় পুলিশ হেফাজতে থেকে কেউ কিভাবে দৈহিক সম্পর্কের জন্য সম্মতি দিতে পারে? বল প্রয়োগের এই ঘটনায় কোন সম্মতি বোঝায় না, এটা অবশ্যই ধর্ষণ।
যদিও ঘটনার পর ওই দুই কর্মকর্তা তরুণীকে ধর্ষণ করেননি বলে আসামিরা প্রমাণ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে। তবে ওই তরুণীর আইনজীবীরা ধর্ষণের অভিযোগ এনে বিচারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে