রুশ সামরিক হেলিকপ্টার গুলি করে ধ্বংসের দাবি ওয়াগনারপ্রধানের

রুশ সামরিক হেলিকপ্টার গুলি করে ধ্বংসের দাবি ওয়াগনারপ্রধানের

রাশিয়ান সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ওয়াগনার গ্রুপের যোদ্ধারা গুলি করে ধ্বংস করেছে। আজ শনিবার গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভগেনি প্রিগোঝিন এ দাবি করেছেন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে নতুন এক অডিও বার্তায় প্রিগোঝিন বলেন, একটি হেলিকপ্টার মাত্র বেসামরিক কনভয়ে গুলি ছুড়েছে। এরপর আমাদের ওয়াগনার যোদ্ধারা তা গুলি করে ভূপাতিত করেছে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি।

এ ছাড়া বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তারা ওয়াগনার প্রধানের এ দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

এদিকে, ক্রেমলিন ইয়েভগেনি প্রিগোঝিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে। বিদ্রোহ রুখতে প্রিগোঝিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ক্রেমলিন।

আলজাজিরার এক সংবাদ সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২৫ হাজার সেনা নিয়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে রাজধানীর পথে যাত্রা করেছে বিদ্রোহীরা। ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় এরইমধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ।

ইউক্রেনের পূর্বে রোস্তভসহ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে ওয়াগনার যোদ্ধাদের। রোস্তভের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন।

সংবাদ সূত্রঃ এএফপি, আল জাজিরা