ইউক্রেনকে দেওয়া অস্ত্রের মূল্য যুক্তরাষ্ট্র বাড়িয়ে ধরেছে

ইউক্রেনকে দেওয়া অস্ত্রের মূল্য যুক্তরাষ্ট্র বাড়িয়ে ধরেছে
সংগৃহীত ছবি

দুই বছরে ইউক্রেনে পাঠানো অস্ত্রের মূল্য যুক্তরাষ্ট্র বাড়িয়ে ধরে হিসেব করেছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেসসচিব সাবরিনা সিং বলেছেন, এক নিরীক্ষায় এই অসঙ্গতি ধরা পড়েছে।

হিসেব অনুসারে, ইউক্রেনে পাঠানো মার্কিন অস্ত্রের মূল্য ৬২০ কোটি ডলার বেশি দেখানো হয়েছে। এর ফলে অর্থ উদ্ধৃত থেকে যাচ্ছে যা ভবিষ্যতের নিরাপত্তা প্যাকেজে ব্যবহার করা হবে।

সাবরিনা সিং বলেন, কোন কোন ক্ষেত্রে সরঞ্জামের মূল্য বাড়িয়ে ধরা হয়েছে। ২০২২ ও ২০২৩ অর্থ বছরে সমন্বিতভাবে মোট অস্ত্র সহযোগিতার মূল্য বেশি উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, হিসেবের এই ভুলের কারণে ইউক্রেনকে দেয়া মার্কিন সহযোগিতায় প্রভাব ফেলবে না। অতিরিক্ত অর্থ ইউক্রেনের সামরিক সহযোগিতায় ব্যবহার করা হবে। বাস্তবে ইউক্রেনকে দেয়া মার্কিন অস্ত্রের মূল্য তিন হাজার ৪০০ কোটি ডলার।

এমন সময় হিসেবের এই ভুল সামনে আসলো যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আক্রমণ করে রাশিয়া যেসব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে তা পুনরুদ্ধার করতে এই পাল্টা আক্রমণ চালাচ্ছে কিয়েভ।

সংবাদ সূত্রঃ আল জাজিরা