সুদানে বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৭ জন

সুদানে বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৭ জন
সুদানে বিমান হামলা - সংগৃহীত ছবি

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত হয়েছে অন্তত ১৭ জন। স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

সুদানের স্বাস্থ্য বিভাগের ফেসবুক পেজের একটি পোস্টের বরাতে রয়টার্স জানিয়েছে, ‘ইয়ারমুক জেলাকে একটি বিমান হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রাথমিক অনুমানে ১৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। বিমান হামলায় বাড়ি ধ্বংস হয়েছে ২৫টি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সুদানের রাজধানী খার্তুমসহ দেশটির অন্যত্র বড় ধরনের যে লড়াই শুরু হয়েছে তা দেশটির সামরিক বাহিনীর নেতৃত্ব নিয়ে শুরু হওয়া দ্বন্দ্বেরই সরাসরি ফল।

দেশটির রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনীর নিয়মিত সৈন্য এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ চলছে।

সংবাদ সূত্রঃ বিবিসি, রয়টার্স