কোচিং সেন্টারে অগ্নিকান্ডে প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা নামছে তার বেয়ে

কোচিং সেন্টারে অগ্নিকান্ডে শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে তার বেয়ে নামছে
প্রাণে বাঁচতে শিক্ষার্থীদের অনেকে জানালা দিয়ে বেরিয়ে তার বেয়ে নিচে নামেন - সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার একটি বহুতল ভবনের কোচিং সেন্টারে আগুন লেগেছে। ভারতের দিল্লির মুখার্জী নগর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণে বাঁচতে কোচিং সেন্টারের জানালা দিয়ে লাফ দিয়েছে। এ নিয়ে কয়েকজন আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আগুনের সূত্রপাত ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণে বাঁচতে লাফ দেওয়া ছাড়াও অনেকে জানালা দিয়ে বেরিয়ে তার বেয়ে নিচে নামেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেই সময় কোচিং সেন্টারে অনেক শিক্ষার্থী ছিল। আগুন লাগতেই তাদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। প্রাণ বাঁচাতে দৌঁড়ঝাপ শুরু করে দেয় তারা। কোচিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসে দমকলের ১১টি গাড়ি। শুরু হয় আগুন নেভানোর কাজ।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মুখার্জী নগরের বহুতলের তৃতীয় তলায় ছিল কোচিং সেন্টারটি। সেখানে একটি ইলেকট্রিক মিটারে হঠাৎ করে আগুন লাগে। আগুন বড় ছিল না বলে জানায় তারা।

এদিকে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, কোচিং সেন্টারটি যে তলায় ছিল, সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের হাত থেকে বাঁচতে কোচিং সেন্টারের বেশ কয়েকজন শিক্ষার্থীকে জানলা দিয়ে তার বেয়ে নিচে নামছে।

সংবাদ সূত্রঃ এনডিটিভি