শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে জঙ্গি সংগঠন আল-শাবাব হামলা চালিয়েছে। এতে উগান্ডার ৫৪ জন সেনা নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির বরাত দিয়ে আজ রোববার সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই ঘাঁটিতে হামলার এক সপ্তাহ পর গতকাল শনিবার এ ব্যাপারে বিবৃতি দেন উগান্ডার প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট মুসেভেনি বলেন, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীটির কাছ থেকে শুরুতে নিয়ন্ত্রণ হারালেও পরে ঘাঁটিটি পুনরুদ্ধার করে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ)।
তিনি আরও বলেন, ‘আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা দেখিয়েছেন। এ কারণে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’ অন্যদিকে আল-শাবাব দাবি করছে, তারা গত ২৬ মে শান্তিরক্ষী বাহিনীর ওই ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩৭ জন সেনাকে হত্যা করেছে।
সংবাদ সূত্রঃ আলজাজিরা