ইসরাইল-মিসর সীমান্তে গোলাগুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত

ইসরাইল-মিসর সীমান্তে গোলাগুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত
ইসরাইল ও মিসরের মধ্যকার সীমান্ত - ফাইল ছবি

ইসরাইল-মিসর সীমান্তে গোলাগুলিতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় মিসরের এক নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন বলে জানা গেছে। দেশ দুটির নিতজানা-আলআওজা সীমান্তে এ ঘটনা ঘটে গতকাল শনিবার। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে আজ রোববার এ খবর জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরে সীমান্তে এক মিসরীয় পুলিশের গুলিতে প্রথমে ইসরাইলের দুই সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টা পর ইসরাইলি ভূখণ্ডের ভেতরে সংঘর্ষে এক মিসরীয় কর্মকর্তা এবং আরেক ইসরাইলি সেনা নিহত হন।

অন্যদিকে মিসরের সামরিক বাহিনী বলছে, এক মিসরীয় সীমান্তরক্ষী মাদক পাচারকারীদের তাড়া করার সময় সীমান্ত অতিক্রম করলে ইসরাইলি বাহিনীর সঙ্গে তার গোলাগুলির ঘটনা ঘটে।

মিসরীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকি সীমান্তে গোলাগুলির ঘটনা নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পারস্পরিক সমন্বয়ের বিষয়েও কথা বলেন তিনি। এ ছাড়া তিনি নিহত ইসরাইলি সেনাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদ সূত্রঃ আলজাজিরা