সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে প্রত্যন্ত অঞ্চলের একটি মার্কেটে ভারী গোলাবর্ষণ চালানো হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ১৯ জন। আহত হয়েছে ১০৬ জনের বেশি। সুদানের ডক্টরস ট্রেড ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আল শাজারা থেকে ৬টি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ চালানো হয়েছে। এ এলাকাটিসহ খার্তুমের বেশকিছু অঞ্চল দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই অঞ্চলটি ছাড়াও মায়োর আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি এমন একটি এলাকা যা কোনো সামরিক লক্ষ্যবস্তুর কাছাকাছি বলে পরিচিত নয়।
গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ শুরু হয়। মায়োর বেশিরভাগ লোকেই অত্যন্ত দরিদ্র। জনবহুল এলাকাটির বেশিরভাগ মানুষ সংঘাত শুরু হলেও পালাতে পারেনি।
গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ শুরু হয়
দেশটির ডক্টরস ট্রেড ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। হতাহতদের সামলাতে সীমিত সংখ্যক কর্মী, চিকিৎসক ও মেডিকেল ক্যাডাররা হিমশিম খাচ্ছে।
মায়োর এক বাসিন্দা মোহাম্মেদ জাইন বলেন, এখান থেকে পালানোর মতো সামর্থ কারো নেই। সব আত্মীয়ই আমাদের এখানে। তারা কেউ পালাতে পারবে না। গার্ডিয়ান বলছে, রাজধানী খার্তুমের ৯০ শতাংশই আরএসএফের দখলে।
দুই বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত খার্তুমে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার জন। ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও আরএসএফ এর সংঘর্ষ অব্যাহত।
সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান