রাশিয়া ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে

রাশিয়া ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে

ইউক্রেনের নৌবাহিনীর শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ রাশিয়া ডুবিয়ে দেওয়ার দাবি করেছে।

আজ বুধবার মস্কো দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে এই যুদ্ধজাহাজ মোতায়েন ছিল।

নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার সেনাবাহিনী বলেছে, ২৯ মে রুশ বিমানবাহিনীর একটি নির্ভুল আঘাতে ওডেসা বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ইউরি ওলেফিরেঙ্কো ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো যাচাই করতে পারেনি। এবং এ বিষয়ে ইউক্রেনীয় নৌবাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউরি ওলেফিরেঙ্কো একটি মাঝারি আকারের যুদ্ধজাহাজ। এটি সেনা ও যান পরিবহনে ব্যবহার করা হয়।

শুরুতে এটির নাম ছিল কিরোভোগ্রাদ। ২০১৬ সালে একজন ইউক্রেনীয় নৌসেনার নামে এটির নামকরণ করা হয়। ২০১৫ সালে ওই সেনা মারিউপোলের কাছে নিহত হয়েছিলেন। ২০২২ সালে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধজাহাজটির ক্রুদের পদক প্রদান করেন।

সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান