ইমরান খানের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরান খানের বিচার হবে সামরিক আদালতে স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান - পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার হবে সামরিক আদালতে। গতকাল মঙ্গলবার এই তথ্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন। গত ৯ মে তাকে গ্রেফতারের পর রাষ্ট্রীয় স্থাপনা বিশেষ করে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা ও সহায়তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তিনি ডন নিউজকে জানিয়েছেন, গ্রেফতারের দিন ইমরান খান সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন। এর প্রমাণও সরকারের কাছে আছে।

এদিকে গত ৯ মে পাকিস্তানের কর্পস কমান্ডার হাউজে (জিন্নাহ হাউজ) হামলার ঘটনায় ইমরান খানকে তলব করেছে একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম। যদিও ইমরান খান গতকাল তলবে সাড়া দেননি। তিনি তার বাসভবন জামান পার্কে এসে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যারা রাষ্ট্রের মর্যাদায় আঘাত করে তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।

পাঞ্জাব সরকারের গঠিত জেআইটি খানকে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কিল্লা গুজ্জার পুলিশ সদর দপ্তরে তাদের সামনে হাজির হওয়ার জন্য ডেকেছে। সারোয়ার রোড থানায় ঐ হামলার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার জেরে এই সমন জারি করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে কারাগারে থাকাকালীন জিন্নাহ হাউজে ভাঙচুর ও অগ্নিসংযোগকারী হামলাকারীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। লাহোর ডিআইজি (তদন্ত) কামরান আদিলের জারি করা সমন নোটিশটিতে বলা হয়েছে, ‘জেটিআই’র কাছে হস্তান্তর করা তদন্তে অংশ নেওয়ার জন্য ইমরান খানকে ডিআইজি তদন্তের অফিসে উপস্থিত হতে হবে।’ লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক কামিয়ানা ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৯ মে ইমরান খানকে তলব করে কমিটি। হামলায় তার সম্পৃক্ততা সম্পর্কে জানতে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া এফআইআর-এ আরো বেশ কয়েক জন পিটিআই নেতাকর্মীর নামও রয়েছে।

লাহোরের এসএসপি (তদন্ত) ড. আনুশ মাসুদ চৌধুরী কোট লাখপত কারাগার পরিদর্শন করার পরে ইমরান খানকে তলব করা হয়েছে। যেখানে (কোট লাখপত কারাগারে) পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ এবং হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহ রয়েছেন। ইমরান খানের তত্ত্বাবধায়ক পাঞ্জাব সরকারের বিরুদ্ধে পিটিআই-এর কারাবন্দি নারী সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগের পর এই সফর করা হয়। পিটিআই নারী রাজনৈতিক বন্দিদের ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘আমি পিটিআই নারী রাজনৈতিক বন্দিদের ধর্ষণের কথা শুনেছি।’

সংবাদ সূত্রঃ ডন নিউজ