নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
নিউজিল্যান্ডে ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে।

তবে সুনামি সতর্কতা তাৎক্ষণিকভাবে জারি করা হয়নি। এ ঘটনায় সর্বশেষ নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিকটতম শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদ সূত্রঃ এএফপি