রানঅফে গড়ানো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে রিসেপ তাইয়েপ এরদোয়ান মসনদে বহাল রইলেন। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত আনাদোলু এজেন্সির অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ১৪ মে প্রথম রাউন্ডে সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ার পর তিনি উত্তেজনাপূর্ণ দৌড়ের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হলেন।
৯৭ শতাংশ ব্যালট বাক্স খোলার পর এরদোয়ান পেয়েছিলেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।