নেদারল্যান্ডসে দেড়হাজারেরও বেশি পরিবেশ কর্মী বিক্ষোভকালে গ্রেফতার

নেদারল্যান্ডসে দেড়হাজারেরও বেশি পরিবেশ কর্মী বিক্ষোভকালে গ্রেফতার
নেদারল্যান্ডসে বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের দেড়হাজারেরও বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার করেছে ডাচ পুলিশ - সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসে শনিবার বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের দেড়হাজারেরও বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে ডাচ পুলিশ জানিয়েছে।

জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। এ সময়ে পুলিশ জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং ১৫৭৯ কর্মীকে আটক করে।

এদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে। এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়।

দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এই নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া অ্যন ক্যারেভার্স(৩১) বলেছেন, জলবায়ু সংকটের কারনটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।

সংবাদ সূত্রঃ বাসস