সৌদিতে আকস্মিক সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

সৌদিতে আকস্মিক সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছালে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ তাকে স্বাগত জানান - সংগৃহীত ছবি

জেদ্দায় আরব লিগের বার্ষিক সম্মেলন চলাকালীন আকস্মিক সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সৌদি আরবে গিয়েছেন।

এক টুইটে এটাই তার প্রথম সৌদি আরব সফর উল্লেখ করে শুক্রবার জেলেনস্কি লেখেন, ‘সৌদির সঙ্গে দ্বিপাক্ষিক জোরদার করতে সৌদি আরব সফর করছি। সে সঙ্গে আরব বিশ্বের সঙ্গেও সম্পর্ক বাড়াতে চায় ইউক্রেন।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সফরে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোয় আটক রাজনৈতিক বন্দীদের মুক্ত করা, ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, জ্বালানি চুক্তি ও শান্তি স্থাপনের বিষয়ে আলোচনা করবেন বলে তিনি ওই টুইটে জানান।

তিনি আরও লেখেন, ‘সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পারস্পরিক সহযোগিতার জায়গাকে নতুন একটি মাত্রায় নিয়ে যেতে আমরা প্রস্তুত আছি।’

জেলেনস্কির সৌদি আরব সফর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে সমর্থন আদায়ের কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে বেশ কয়েকটি রাষ্ট্র সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তবে তার সফরগুলো মূলত তার ইউক্রেনের কট্টর মিত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ এর মধ্যে রয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।

রাশিয়ার সাথে মধ্যপ্রাচ্যের অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে আরব রাষ্ট্রগুলো শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, নিরপেক্ষ রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের জন্য আরব লিগের সম্মেলনের মধ্যেই সৌদি সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সপ্তাহের শেষে জি৭ সম্মেলনে যোগ দিতে জাপান সফরের কথা রয়েছে তার।

সংবাদ সূত্রঃ আল জাজিরা