আজ তুরস্কের নেতৃত্বের গুরুত্বপূর্ণ নির্বাচন, ভোটের আগে নামাজে ইমামতি করলেন এরদোয়ান

ভোটের আগে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নামাজে ইমামতি করলেন। গতকাল তিনি শনিবার (১৩ মে) ইস্তাম্বুলের আইকনিক আয়া সোফিয়া মসজিদে এ ইমামতি করেন।

আজ রোববার (১৪ মে) শক্তিশালী ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি রাজনৈতিক জীবনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

অটোমান সুলতানরা যুদ্ধে যাওয়ার আগে নামাজে ইমামতি করতেন। সেই রীতি অনুযায়ী তিনি ইমামতিতে অংশ নেন। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটযুদ্ধে তিনি অংশ নেবেন।

এবারের নির্বাচনে এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কূটনীতিক কামাল কিলিকদারোগলো। তুরস্কের যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মধ্যে ছয়টি দল জোটবদ্ধ হয়ে কামালকে মনোনয়ন দিয়েছে। এ দলগুলো এক হয়েছে এক লক্ষ্য নিয়ে— সেটি হলো ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা।

Scroll to Top