পাকিস্তানে বন্ধ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারন্টে। মঙ্গলবার (৯ মে) এ তথ্য জানিয়েছে দেশটির টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ।

অন্যদিকে নেটব্লক প্রতিষ্ঠান জানিয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের পর টুইটার, ফেসবুক এবং ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিষ্ঠানটি একটি প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে।

দুই মামলায় জামিন নেওয়ার জন্য পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান। এ সময় ইমরান খানকে গ্রেফতার করে দেশটির রেঞ্জার্স বাহিনী।

ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করতে গেলে তার সমর্থন বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর সংঘর্ষ এড়াতে কর্তৃপক্ষ ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে।

এদিকে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানের বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। পিটিআই নেতারা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানকে অচল করে দেওয়ার হুমকি প্রদান করে।

সংবাদ সূত্রঃ দ্য ডন