ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। আজ বৃহস্পতিবার (৪ মে) পাহাড়ি জেলা কিশ্তওয়াড়ের মারওয়াহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত দুই পাইলট আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তারা নিরাপদ রয়েছেন।
এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
তবে কীভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক তদন্তের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে বলে জানা গেছে।
এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন।
সংবাদ সূত্রঃ এনডিটিভি