মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের পবিত্র হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

দুই মাস বাকি থাকলেও এরইমধ্যে পবিত্র হজের সম্ভাব্য তারিখ মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা ঘোষণা করেছেন। তাদের দেওয়া হিসাব মতে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, ২৭ জুন আরাফাতের দিন তথা হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হবে। সে হিসেবে সৌদি আরবসহ আরব দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে ২৮ জুন। বাংলাদেশসহ উপমহাদেশে পরদিন অর্থাৎ ২৯ জুন ঈদুল আজহা পালিত হতে পারে।

ঈদুল আজহা বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১২তম মাস জিলহজের প্রথম দশকে ত্যাগের মহিমাঘেরা এই উৎসবের সময় মুসলিমরা হজ উপলক্ষ্যে পবিত্র ভূমি মক্কাতে হজ করতে একত্রিত হন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানি দেওয়াও এই বিধানের অংশ। হজ পালন ছাড়াও বিশ্বজুড়ে সামর্থ্যবান মুসলমানরা শরিয়তের নির্দেশনা অনুযায়ী কুরবানি করে থাকেন।

উল্লেখ্য, জিলহজ মাসের ৯ তারিখ হজ এবং ১০ তারিখ কুরবানির দিন হিসেবে নির্দিষ্ট থাকলেও চন্দ্রবর্ষ হওয়ায় বিষয়টি পুরোপুরিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেই সঙ্গে প্রতিবছরই এটি সৌরবর্ষের তুলনায় ১০ দিন এগিয়ে আসে।

তবে এসব বিষয়ে পূর্ব প্রস্তুতির সুবিধার্থে গত কয়েক বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীরা আগাম তারিখ জানার চেষ্টা করছেন। অধিকাংশ সময়ই তাদের ঘোষিত তারিখগুলো নির্ভুল প্রমাণিত হয়েছে। সদ্য সমাপ্ত রমজান মাসের ব্যাপারে তাদের ঘোষিত তারিখগুলো সঠিক বলে জানা গেছে।

সংবাদ সূত্রঃ আল আরাবিয়া