উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস গিরিখাতে পড়ে গিয়ে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। এ দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত শনিবার রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ১৫ মিটার (৪৯ ফুট) নিচে একটি গিরিখাতে পড়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বিভিন্ন উদ্ধারকারী সংস্থা।
জানা গেছে, নিহতদের ১১ জন নারী এবং সাতজন পুরুষ। এছাড়া ৩৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অন্তত ১১ শিশু রয়েছে।
স্থানীয় প্রসিকিউটরের অফিস টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষ সমন্বিতভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।
সংবাদ সূত্রঃ রয়টার্স