কালবৈশাখীর তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১৫জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
কালবৈশাখীর তাণ্ডব - প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখী শুরু হলে এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।

এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে।

এদিকে বজ্রপাতে পর পর মৃত্যুর ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদ সূত্রঃ এনডিটিভি