ভুলে নিজ শহরেই বোমা ফেললো রুশ যুদ্ধবিমান

ইউক্রেনে হামলা চালাতে গিয়ে ভুল করে নিজেদের শহরেই বোমা ফেলেছে একটি রুশ যুদ্ধবিমান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ শহরে এ ঘটনা ঘটে। এতে একটি সড়কের মধ্যে ৪০ মিটারের গর্ত তৈরি হয়েছে, একটি গাড়ি উড়ে পার্শ্ববর্তী ছাদে গিয়ে পড়েছে এবং আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ প্রাণ হারাননি। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভুল করে একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়। বেলগোরদ শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। এটি ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভের ঠিক উত্তরে অবস্থিত। ইউক্রেন যাওয়ার পথে রাশিয়ার জেট বিমানগুলো নিয়মিত এই শহরের উপর দিয়ে উড়ে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০ এপ্রিল মস্কো সময় রাত ১০টা ১৫ মিনিট নাগাদ রুশ অ্যারোস্পেস ফোর্সের একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান বেলগোরোদ শহরের ওপর দিয়ে যাচ্ছিল। এসময় একটি অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।