ইউক্রেনকে আরও ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি বুধবার নতুন এই প্যাকেজ ঘোষণা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, গতকাল ঘোষিত সবশেষ প্যাকেজ নিয়ে রুশ আগ্রাসনের পর ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ ৩ হাজার ৫৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিবৃতিতে জানায়, নতুন এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য অতিপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত কামানের গোলা ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র পাবে দেশটি।
প্যাকেজে আরও থাকছে হিমার্স রকেট ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী মাইন ও ৯০ লাখের বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলার মুখে কিয়েভকে সাহায্য-সহযোগিতা-সমর্থনের জন্য বেশ কয়েকটি দেশের সমন্বয়ে দ্রুত একটি আন্তর্জাতিক জোট গঠিত হয়। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
সংবাদ সূত্রঃ এএফপি