ভারতের ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন কেন্দ্র তাজমহলে নামাজ বন্ধের দাবি জানিয়েছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। সম্প্রতি উত্তর প্রদেশ সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাজমহল নিয়ে নেতিবাচক প্রচারণার মধ্যে এ দাবি তুললো উগ্রপন্থীরা।
তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেয়া হোক, অথবা নামাজ পড়া বন্ধ করা হোক। ড. বালমুকুন্দ পান্ডে নামে ওই সংগঠনের এক কর্তা শুক্রবার বলেন, তাজ আমাদের জাতীয় সম্পদ। তাহলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নমাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।
প্রসঙ্গত, তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ।এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, সমাধির ওপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত।
কয়েকদিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা।
বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজমন্দির করে দেয়া হোক।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি