শিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়ায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। কংগ্রেস সূত্রের খবর, শুক্রবার ছুটি কাটাতে শিমলায় গিয়েছিলেন সোনিয়া। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা একটি বাড়ি তৈরি করছেন।
শুক্রবার সেখানেই পেটে ব্যথা শুরু হয় সোনিয়ার। এয়ার-অ্যাম্বুল্যান্সে করে দিল্লিতে নিয়ে এসে ভর্তি করা হয় গঙ্গারাম হাসপাতালে। হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা বিবৃতিতে জানান, ‘শুক্রবার বিকেল পাঁচটায় সোনিয়াকে হাসপাতালে আনা হয়। তিনি পেটের সমস্যায় ভুগছেন। পর্যবেক্ষণে রাখার জন্যই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে।’
কংগ্রেস সভানেত্রীর হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই দলের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাহুল গান্ধী ট্যুইট করে জানান, ‘মা শিমলাতে ছিলেন। পেটের সমস্যা হওয়ায় আমরা তাকে ফিরিয়ে এনেছি। চিন্তার কোনও কারণ নেই। উনি এখন অনেকটাই ভাল রয়েছেন।’
সকলের উদ্বেগ ও ভালবাসার জন্য ধন্যবাদও জানিয়েছেন রাহুল। মায়ের অনুপস্থিতিতে সাংগঠনিক সিদ্ধান্তেও আজ নিজেই সিলমোহর বসিয়েছেন রাহুল। হিমাচলের ভোটের জন্য আজই কংগ্রেসের সমন্বয় কমিটি তৈরি হয়েছে। সহ-সভাপতি হিসেবে তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন রাহুলই।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম