সিকিমে তুষারধসে ৭ পর্যটকের মৃত্যু তুষারের নিচে চাপা পড়েছেন অনেকে

ভারতের সিকিম প্রদেশে ব্যাপক তুষারধসে এক শিশু ও নারীসহ সাত পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অনেকে তুষারের নিচে চাপা পড়ে নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে নাথু লা গিরিপথ এলাকায় তুষারধসের এ ঘটনা ঘটে। জনপ্রিয় এ পর্যটনকেন্দ্রটি ভারত-চীন সীমান্তের কাছে অবস্থিত। তুষারধসের সময় সেখানে ১৫০ জনের মতো পর্যটক ছিলেন।

আজ এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ২৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের ভারতীয় সেনাবাহিনীর নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাথু লা যাওয়ার পথে ২০ থেকে ৩০ জন পর্যটকসহ ৫ থেকে ৬টি গাড়ি তুষারের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সেনাবাহিনী।

এ ঘটনায় নিখোঁজ পর্যটকদের খুঁজে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও পুলিশের উদ্ধারকারী দল।