আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে বঙ্গবাজারের আগুন

বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবর প্রচার করেছে ‘বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

‘বাংলাদেশ অগ্নিকাণ্ড: ঢাকার বিশাল কাপড়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী’ শিরোনামে খবর প্রচার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর বার্তা সংস্থা রয়টার্সও প্রচার করেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ‘বাংলাদেশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার হাজার দোকান’ শিরোনাম খবর প্রকাশ করেছে।

এ ছাড়া মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ ‘বাংলাদেশের রাজধানীতে পোশাকের মার্কেটে আগুন’ শিরোনাম দিয়ে খবর জানিয়েছে। একই শিরোনামে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

‘বাংলাদেশের রাজধানীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএ। প্রায় একই শিরোনামে খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে এবং দ্য ন্যাশনাল।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়া টিভিসহ দেশটির মূলধারার বেশির ভাগ গণমাধ্যমই এ অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমেও বঙ্গবাজারের আগুনের খবর তুলে ধরেছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫১টি ইউনিটির পাশাপাশি কাজ করে সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও একটি হেলিকপ্টার। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদ সূত্রঃ আল-জাজিরা