মালাবিতে সাইক্লোন ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ৪৩৮

মালাবিতে সাইক্লোন ফ্রেডির আঘাতে মৃত্যু বেড়ে ৪৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। সাইক্লোন ফ্রেডির আঘাতে মালাবির দক্ষিণাঞ্চলে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ তথ্য মালাবির ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্স নিশ্চিত করেছে।

তারা আরও জানিয়েছে, ৩৪ হাজার ১৮৩ জন মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। সাইক্লোনের পর মোট ৫০৫টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে। ২৮২ জন নিখোঁজ রয়েছেন।

ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্সের কমিশনার চার্লস কিলেম্বা জানান, তার বিভাগ মানবহিতৈষী অংশীদার ও সরকারি-বেসরকারি সাহায্যে আহত, নিহত পরিবারগুলো ও বাড়িঘর হারানো মানুষদের ত্রাণ সাহায্য প্রদান করছে। মালাবির নিরাপত্তা বাহিনীগুলো উদ্ধার ও নিখোঁজদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। তাদের সাহায্য করছে পুলিশ ও মেরিন বিভাগ। বিভিন্ন দেশ ও রেডক্রস অভিযানে সাহায্য করছে।

এ অভিযানে মালাবির পুলিশ বিভাগ তাদের সার্ফার কুকুর ব্যবহার করছে। তারা চিলোবোয়েই শহরে ৯টি মরদেহ উদ্ধার করেছেন।

বিদেশি দূতাবাসগুলো, নানা দেশের সরকার, স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলো, বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি বিপর্যস্ত মালাবিকে সাহায্য করে যাচ্ছেন। এর আগে গেল সপ্তাহের শুরুতে দেশটির প্রেসিডেন্ট লাজারিস চিকুয়েরা তার দেশকে দুর্যোগে আক্রান্ত দেশ হিসেবে ঘোষণা করেন।

Scroll to Top