ইউক্রেনে গণহত্যার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের তদন্তকারী দল

জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনবিষয়ক একটি তদন্তকারী দল ইউক্রেনে গণহত্যা সংঘটনের কোনো তথ্য পায়নি। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) ওই দলের প্রধান এ কথা বলেন।

তদন্তকারী দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে সেখানে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাইনি।’

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক স্থানান্তরসহ গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মোসে বলেন, `আমরা এই সম্ভাবনাগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন এবং আমাদের আদেশ দীর্ঘায়িত হলে আমরা এটি অনুসরণ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধাপে ধাপে যেতে হবে। আমরা কোথায় যাব তা নির্ভর করে আমরা কী পাব তার ওপর।’

এক বছর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা গঠিত তদন্তকারী দলটি প্রথম প্রতিবেদনে বলেছিল যে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে প্রচুর পরিমাণে মানবাধিকার লঙ্ঘন করেছে।

মোসের নেতৃত্বে তিন সদস্যের কমিশন গত বছর তৈরি করা হয়েছিল এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল আগামী মাসের শুরুতে সিদ্ধান্ত নেবে যে তার এক বছরের মেয়াদ বাড়ানো হবে কি না।

তিনি আরও বলেন, ‘সেখানে আমরা লক্ষ করেছি যে, দেশটিতে সংঘাতের এমন কিছু দিক আছে, যা অপরাধের বলে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা এখনও এমন অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

সংবাদ সূত্রঃ আল আরাবিয়া