২২ হাজার বিক্ষোভকারীকে ইরানের বিচার বিভাগের ক্ষমা

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার বিক্ষোভকারীকে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ক্ষমা করেছেন। আজ সোমবার এ তথ্য জানান দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনী এজেই। আইআরএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত মাসের শুরুর দিকে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি হাজার হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করেছেন। যাদের মধ্যে জেলবন্দিরাও ছিলেন।

হোসেইন মোহসেনী বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার লোককে ক্ষমা করা হয়েছে। যাদের মধ্যে ২২ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে কোন মেয়াদে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন এসব লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ করেননি হোসেইন মোহসেনী।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযানে ইরানের নৈতিক পুলিশ মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে। এর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। বহু ইরানি ও পরিবারের অভিযোগ, পুলিশি প্রহারে আমিনির মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকার ও পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে।

এর জেরে দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক তাণ্ডব চালান ও ধরপাকড় করেন।

সংবাদ সূত্রঃ আইআরএনএ