মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে সম্প্রতি অস্ত্রোপচারের পর তিনি ক্যানসারমুক্ত বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার (৩ মার্চ) জানানো হয়।
এ তথ্য শনিবার (৪ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
বাইডেনের চিকিৎসক জানান, অস্ত্রোপচার করে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো বাদ দেওয়া হয়েছে এবং তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, তবে তার নিয়মিত স্বাস্থ্যে পরীক্ষার অংশ হিসেবে প্রেসিডেন্ট নিয়মিত চর্মরোগসংক্রান্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।
হোয়াইট হাউজ থেকে বলা হয়, ফেব্রুয়ারি মাসে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা গেছে তার স্বাস্থ্য স্বাভাবিক ও তিনি কাজে যোগদানের জন্য উপযুক্ত।
গণমাধ্যমে দেওয়া হোয়াইট হাউসের ফিজিশিয়ান কেভিন ও‘ কনারের লেখা একটি বিবৃতিতে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের অস্ত্রোপচার করা হয়। এ সময় ক্যান্সার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়। তার বুকের চামড়ার একটি অংশ বাদ দেওয়া হয়েছে, কারণ এ অংশে বাসা বেঁধেছিল বাসাল সেল কার্সিনোমা, যা একধরনের ত্বকের ক্যানসার।
আমেরিকার ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছরের এই ডেমোক্র্যাটিক নেতার স্বাস্থ্য নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। এর মধ্যেই এবার জানা গেল, ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।
সংবাদ সূত্রঃ বিবিসি