ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪০ জনেরও বেশি নিহত

অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন একটি শিশুসহ ৪০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রায় ১০০ যাত্রী নিয়ে তীরে ভেড়ার আগে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পরে অনেক মৃতদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়েছে।

নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতালিয়ান বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, যাত্রীদের মধ্যে ইরান, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং সোমালিয়ার নাগরিক ছিল।

বার্তা সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল, সাগর ছিল উত্তাল। পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

উল্লেখ্য, দারিদ্র্য ও সংঘর্ষ থেকে বাঁচতে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর আফ্রিকা থেকে পালিয়ে ইতালিতে পাড়ি জমায়। ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ২০ হাজার ৩৩৩ জন মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।

সংবাদ সূত্রঃ বিবিসি