মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত সুয়েজ খাল রেকর্ড ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার বা ১৮ দশমিক ২ মিশরীয় পাউন্ড আয় করেছে।
দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ জানায়, গত বছর ডিসেম্বরে এ আয় হয়েছে। আর নভেম্বরে আয় ছিল ১৭ দশমিক ৩ বিলিয়ন মিশরীয় পাউন্ড।
সুয়েজ খাল একটি কৃত্তিম সামুদ্রিক খাল। খালটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। তবে বিভক্ত করেছে আফ্রিকা ও এশিয়া মহাদেশকে।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সুয়েজ খালটি সিল্ক রোডের অংশ হওয়ায় এটি ইউরোপকে এশিয়ার সঙ্গে সংযুক্ত করেছে।
এদিকে আয়ের লক্ষ্যমাত্রা আগামী বছরের জন্য আরেকটু বাড়ানো হয়েছে বলে জানান খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি।
মিশরের জন্য বৈদেশিক মুদ্রার বড় একটি উৎস খালটি। তবে পণ্য আমদানি-রপ্তানিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে।
গেল বছর গুরুত্বপূর্ণ এ জলপথ অতিক্রম করেছে প্রতিদিন গড়ে ৯৩টি জাহাজ। আর ১ দশমিক ৪১ বিলিয়ন টন মালামাল বহন করেছে।
বিশ্বে ডলার সংকট ও অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও পণ্যবাহী জাহাজ থেকে ট্রানজিট ফি নিয়েই প্রতিবছর বিপুল অর্থ আয় করছে মিশর।
সংবাদ সূত্রঃ আরব নিউজ, ফ্রান্স টুয়েন্টিফোর ডটকম