ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর প্রায় এক বছর পর প্রথমবারের মতো আকস্মিক ইউক্রেন সফরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।
বাইডেনের আসার খবর প্রকাশের কিছুক্ষণ আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে৷
নিরাপত্তাজনিত কারণে বাইডেনের এই সফরের কথা আগে ঘোষণা করা হয়নি৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম বাইডেন ইউক্রেন সফরে এলেন৷
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রুশ আক্রমণের বার্ষিকীর আগে আকস্মিক সফরে কিয়েভে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডের সীমান্ত থেকে এক ঘণ্টার ট্রেনে চড়ে কিয়েভ পৌঁছেন।
তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ইউক্রেনের রাজধানীতে হাঁটছেন এবং শহর জুড়ে বিমান হামলার সতর্কবার্তা শোনার সাথে সাথে তারা সেন্ট মাইকেলের মঠ পরিদর্শন করেছিলেন।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা যায় তাকে। বিশেষ এই সফরে জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।