ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) ভারতে অবস্থিত দুটি অফিসে দেশটির কর বিভাগের ‘অভিযান’ নিয়ে যুক্তরাষ্ট্র মুখ খুললো।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নজরে রয়েছে দিল্লির বিবিসি অফিসে ভারতীয় কর কর্তৃপক্ষের ‘জরিপ অভিযান’। তবে বিষয়টি নিয়ে তারা এখনও কোনও মন্তব্য করার মতো পরিস্থিতিতে নেই।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তবে, ভারতের কর বিভাগের এক কর্মকর্তা বলেছেন, কর ফাঁকির বিষয়ে তদন্তের জন্য ওই ‘জরিপ অভিযান’ পরিচালনা করা হয়েছে।
নেড প্রাইস আরও বলেন, ‘আমরা বিশ্বজুড়ে মুক্ত সংবাদমাধ্যমের গুরুত্বকে সমর্থন করি। আমরা মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্ম বিশ্বাসের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছি, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকে শক্তিশালী করতে অবদান রাখে। এটা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’
ভারতের আয়কর বিভাগ গত মঙ্গলবার দিল্লি এবং মুম্বাইতে অবস্থিত বিবিসির অফিসে একটি ‘জরিপ অভিযান’ পরিচালনা করেছে।
২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং ওই দাঙ্গার পেছনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে নির্মাণ করা দুই পর্বেরর তথ্যচিত্র প্রচার করার কয়েক সপ্তাহ পরে দেশটির কর বিভাগ এই পদক্ষেপ নিল।
কর কর্মকর্তারা বলেছেন, বিবিসির ব্যবসায়িক লেনদেন এবং এর ভারতীয় শাখার সাথে সম্পর্কিত নথিগুলি খতিয়ে দেখছেন তারা।