পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি বলেছেন, ন্যাটো মিত্ররা একত্রে সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত।
তিনি গতকাল বুধবার জার্মান সংবাদপত্র বিল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
মাতায়ুজ মোরাভিয়েস্কি বলেন, এটি যদি পুরো ন্যাটোর সিদ্ধান্ত হয়, তবে আমি এই যুদ্ধবিমান পাঠানোর পক্ষে থাকব। তিনি জোর দিয়ে বলেন, তার মূল্যায়ন ‘ন্যাটো দেশগুলো একসাথে কী সিদ্ধান্ত নেয় তার ওপর ভিত্তি করে।’ এই সিদ্ধান্ত গ্রহণের জন্য সমগ্র কৌশলগত দিক বিবেচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মাতায়ুজ বলেন, পশ্চিমা মিত্রদের উচিত যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত সমন্বয় করা। কারণ, এটি একটি ভয়াবহ যুদ্ধ।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানি বিগত দিনগুলোতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কথা নাকচ করে দিয়েছে।
সংবাদ সূত্রঃ জার্মান সংবাদপত্র বিল্ড