দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে রাষ্ট্রীয় কোনো বড় ঘটনার জন্য নয় বরং তিনি ক্ষমা চেয়েছেন চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর জন্য! এক সংবাদ বিবৃতিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, সুনাক অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার ভুল স্বীকার করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
এর আগে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি জায়গায় যাচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তখনই চলন্ত গাড়িতে অল্প সময়ের জন্য নিজের সিটবেল্ট সরান ঋষি। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার উদ্দেশে একটি ভিডিও রেকর্ড করতেই সিটবেল্ট সরিয়েছিলেন ঋষি। এ ক্ষেত্রে ব্যক্তিগত বিচার বিবেচনায় ত্রুটি হওয়ার কথা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান সুনাক।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে গাড়িতে থাকাকালে আরোহীরা সিটবেল্ট না পরলে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর, এ-সংক্রান্ত মামলা আদালতে ফেলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।
সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান