হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হওয়ার খবর এসেছে। কিয়েভের পূর্বাঞ্চলের একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে বুধবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ১৬ জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।

জানা গেছে, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে একটি স্কুল রয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে দেশটির ঊধ্বর্তন কর্মকর্তা ও দুজন শিশু রয়েছে।

দেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, জরুরি পরিষেবা সংস্থার হেলিকপ্টারটি ব্রোভারিতে শিশুদের একটি স্কুল ও আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০টি শিশু।

এদিকে দুর্ঘটনার সময় ওই স্কুলটিতে শিক্ষার্থী ও কর্মকর্তারা ছিলেন। পরবর্তীতে তাদেরকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

সংবাদ সূত্রঃ বিবিসি