ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আটজন। ওই হামলায় অনেকেই আহত হন। এছাড়া রুশ সেনাদের গোলাবর্ষণে ইউক্রেনের একটি আবাসিক এলাকার গাড়িতে আগুন লেগেছে।
প্রথমিকভাবে আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
এরপর নিহতদের সংখ্যা বৃদ্ধির কথা জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, ‘শনিবার খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৬ জনের অবস্থা গুরুতর।
খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তাদের সোশ্যাল মিডিয়া পেজে বলেছে যে অন্তত আটজন বেসামরিক লোক নিহত হয়েছে।
ইউক্রেনের ফায়ার সার্ভিস ও জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, রুশ সেনাদের গোলাবর্ষণের পরে খেরসন শহরের একটি আবাসিক এলাকার গাড়িতে আগুন লেগেছে। ৪০ মিনিট পরে ওই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল, তবে মৃত ও আহতের সংখ্যা আর বাড়েনি। খেরসনের অঞ্চলিক কর্তৃপক্ষ টেলিগ্রামে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ সূত্রঃ আল-জাজিরা