গোপনে মিয়ানমারের সামরিক আদালতে ১৩০টির বেশি মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

গত বছর সামরিক অভ্যুত্থানের পর থেকে গোপনে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক আদালত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, দেশটিতে যথাযথ ট্রায়াল ছাড়াই নিশ্চিত করা হয় সাজা। গেলো বুধবারও সাতজনকে দেয়া হয়েছে ফাঁসি। যারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আরও চার তরুণ মানবাধিকার কর্মীর। দেশটির পরিস্থিতির কারণে বহু মানুষ বিশেষ করে রোহিঙ্গারা ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে বলে জানান দুজারিচ। বলেন, অঞ্চলটি থেকে চলতি বছর নভেম্বর পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯২০জন আন্দামান পাড়ি দিয়েছে। গত বছর যে সংখ্যা ছিল ২৮৭ জন। মিয়ানমারকে এমন কাজের জন্য জবাবদিহিতা করতে হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আন্দামান পাড়ি দিয়ে দেশটি থেকে পালানো মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে।

সংবাদ সূত্রঃ এপি

Scroll to Top