সৌদি আরবে নতুন ২টি গ্যাস ক্ষেত্রের সন্ধান

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান ঘোষণা দিয়েছেন যে দেশটিতে নতুন দু’টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে।

গতকাল বুধবার (৩০ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি জানায়, ঘাওয়ার গ্যাস ক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে ‘আওতাদ’ নামের একটি অপরিশোধিত গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। এটি হোফুফ শহর থেকে ১৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এছাড়া দাহরান শহর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ‘আল-দাহনা’ নামের আরেকটি অপরিশোধিত গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। গ্যাস ক্ষেত্র দু’টির সন্ধান পেয়েছে সৌদি আরামকো কোম্পানি।

যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেন, গুরুত্বপূর্ণ এ দু’টি গ্যাস ক্ষেত্রের সন্ধান সৌদি আরবের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আরো বেড়ে গেল, যা দেশটির কৌশলগত বিষয়ে সহয়তা করবে।

জ্বালানিমন্ত্রী আরো বলেন, এই গ্যাস ক্ষেত্রগুলো আবিষ্কারের মাধ্যমে সৌদি আরবের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধিকে বুঝাচ্ছে।

সংবাদ সূত্রঃ আরব নিউজ