পাকিস্তানের কোয়েটায় পুলিশের গাড়িতে আত্মঘাতী হামলায় নিহত দুই

পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক জন বেসামরিক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে।

বুধবারের এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত।

আল-জাজিরা বলছে, জুন মাসে পাকিস্তান সরকারের সাথে টিটিপি’র সম্মত হওয়া যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেওয়ার দুই দিনের মাথায় এ হামলার ঘটনা ঘটলো।

কোয়েটার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) গোলাম আজফার মহেসার সাংবাদিকদের বলেছেন, যে গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীতে পোলিও টিকাদান অভিযান কর্মীদের সুরক্ষার জন্য মোতায়েন নিরাপত্তা কর্মীদের বহন করছিল।

মহেসার বলেন, বুলেলি জেলায় হামলার ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এ হামলার নিন্দা করেছেন এবং “কাপুরুষোচিত কর্মকাণ্ড” মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং তাদের সহায়তাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এর আগে গত সোমবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের যোদ্ধাদের পাকিস্তানজুড়ে নতুন করে হামলা চালাতে বলেছে।

সংবাদ সূত্রঃ আল-জাজিরা