Tuesday, April 16, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকজেরুজালেমের জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১, আহত ১২

জেরুজালেমের জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১, আহত ১২

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সি এক ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেমের দুটি বাসস্ট্যান্ডের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের পুলিশ বলছে, বুধবারের এই ঘটনা ফিলিস্তিনি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। খবর আল-জাজিরার।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৬ বছর বয়সী একজন ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর জেরুজালেমে এই হামলা হয়। একটি বাস স্টেশনের কাছে প্রথম বিস্ফোরণ ঘটে সকাল ৭ টার দিকে। এতে অন্তত ৭ জন আহত হন যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর কয়েক ঘণ্টা পর উত্তর জেরুজালেমের রামোট জংশনে দ্বিতীয় হামলা হয়। এতে তিন ব্যক্তি হালকা আহত হন।

এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যখন ইসরায়েলি-ফিলিস্তিনি উত্তেজনা তুঙ্গে। অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাস ধরে চালানো ইসরায়েলি অভিযানের পর তাদের বিরুদ্ধে মারাত্মক হামলায় ১৯ জন নিহত হয়।

সংবাদ সূত্রঃ খবর আল-জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments