সিরিয়ার আজাজে রকেট হামলায় শিশুসহ ৫ নাগরিক নিহত

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় রকেট হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরে শিশুসহ ৫ বেসামরিক লোক নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ শিশু এবং ৪ পুরুষ রয়েছে। আজাজের হাসপাতালের নার্স এবং কর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের তুর্কিয়ের সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহরটিতে এ হামলার ঘটনা ঘটে।

আঙ্কারার দাবি, সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্য ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। এতে নিহত হয় ওয়াইপিজি ও পিকেকে’র ১৮৪ সেনা। জবাবে কুর্দি বাহিনীও হামলা চালায়।

গত সপ্তাহে ইস্তাম্বুলে চালানো বোমা হামলার জবাবে সপ্তাহান্তে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে আঙ্কারা। ওই বোমা হামলায় ছয়জন নিহত হন। হামলার জন্য কুর্দি যোদ্ধাদের দায়ী করেছে তুরস্কের সরকার।

তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে কুর্দি সংগঠন পিকেকে ও এসডিএফ।

সংবাদ সূত্রঃ রয়টার্স