ঐতিহাসিক জয়ে সৌদি আরবে সরকারি ছুটি ঘোষণা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ফুটবলাররা টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে। এ জয়ে আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সব ধরনের সরকারি-বেসরকারি অফিস ছুটি ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-২ গোলে হারিয়েছে সৌদি।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামীকাল ২৩ নভেম্বর সৌদি আরবে একটি সরকারি ছুটির দিন হবে। ফিফা বিশ্বকাপে তার ঐতিহাসিক জয় উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। এটি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের সমস্ত কর্মচারীর পাশাপাশি সারাদেশে সমস্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।’

আর্জেন্টিনার বিপক্ষে এই প্রথম জয় পায় সৌদি আরব। এর আগে চারবারের দেখায় ২ ম্যাচ হার ও ২ ম্যাচে ড্র করে সৌদি আরব।

সংবাদ সূত্রঃ খালিজ টাইমস