রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন।
রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। তবে, সংবাদমাধ্যমের এমন অসমর্থিত প্রতিবেদন তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা।
পোলিশ সরকারের একজন মুখপাত্র জানান, হামলাটি রাশিয়ার কিনা এখনও নিশ্চিত নয়। তবে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে পোল্যান্ড তার সামরিক ইউনিটের প্রস্তুতি বাড়াচ্ছে। আমাদের ন্যাটো আর্টিকেল ফোর সক্রিয় করতে হবে কিনা তা যাচাই করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। ইচ্ছাকৃত কিংবা দুর্ঘটনাবশত হোক, রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এই বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে।
একজন ন্যাটো কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেছেন জানিয়ে টুইট করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি এই ঘটনার নিন্দা করেছেন।
পোলিশ সরকার এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ রাশিয়ান রাষ্ট্রদূতকে তলব করেছেন এবং অবিলম্বে এর বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, পূর্বাঞ্চলীয় গ্রামটিতে বিস্ফোরণ পোল্যান্ডে ঢুকে পড়া রুশ ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পোলিশ সীমান্তের কাছে হামলার বিষয়ে অস্বীকার করেছে। এক বিবৃতিতে বলেছে, কথিত ক্ষয়ক্ষতির ছবিগুলোর সঙ্গে রাশিয়ান অস্ত্রের কোন সম্পর্ক নেই।
সংবাদ সূত্রঃ রয়টার্স /বিবিসি