ফের কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে ইসরাইল

ইসরাইলে আবারও সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ দিনের মধ্যে মন্ত্রিসভা ঘোষণা করতে হবে নেতানিয়াহুকে।

গতকাল রোববার (১৩ নভেম্বর) বেনিয়ামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিবভাবে সরকার গঠনের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করবেন ৭৩ বছরের এই নেতা। গত বছর দুর্নীতির দায়ে ক্ষমতা থেকে অপসারণের আগ পর্যন্ত টানা ১২ বছর ইসরাইল শাসন করেছেন নেতানিয়াহু।

নতুন সরকারে প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে সেটা ঘিরেই জল্পনা-কল্পনা চলছে। কারণ, জোটের সবচেয়ে কট্টরপন্থী শরিক রিলিজিয়াস জিওনিজম দুটি অবস্থানে চাইছে তাদের প্রতিনিধি।

রাজনৈতিক দোলাচলের কারণে চার বছরের কম সময়ের মধ্যে পাঁচটি নির্বাচন দেখেছে ইসরাইল। পয়লা নভেম্বরের ভোটাভুটিতে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নেতানিয়াহুর জোট।